রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ফুলবাড়ী কুড়িগ্রাম শাখার উদ্যোগে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধি কল্পে বাংলাদেশ ব্যাংকের বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম এর আওতায় বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার কৃষকদের মাঝে শতকরা ৪% সুদ হারে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকাল ৩ টায় ব্যাংকের কার্যালয় প্রাঙ্গণে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। ব্যাংকের শাখা ব্যবস্থাপক জগলুল কবিরের সভাপতিত্বে এবং অফিসার আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ বাবর আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ- মহাব্যবস্থাপক মোঃ মোসাদ্দেক হোসেন, কুড়িগ্রাম জোনাল ব্যবস্থাপক মোঃ রুহুল আমীন, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ।
এ সময় কৃষক হায়দার আলী, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন বক্তব্য রাখেন। পরে বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার ১০ জন কৃষকের মাঝে ১১ লক্ষ ৪১ হাজার টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়।