‘স্মার্ট লাইভস্টক,স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১ টায় প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মাসুদ রানার সঞ্চালনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর কবির, ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, খামারী আশরাফুজ্জামান, হাবিব মিয়া বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে প্রদর্শনীতে অংশ নেয়া খামারীদের মধ্য থেকে ৬ ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের কে পুরস্কার প্রদান করা হয়।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান