কুড়িগ্রামের ফুলবাড়ীতে দোকান ভাড়া চাইতে গিয়ে এবং আবাদী জমির উপর দিয়ে ট্রলি চালিয়ে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছে। ঘটনা দু’টি ঘটেছে উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য-কাশিপুর ও বড়ভিটা ইউনিয়নের চর-মেখলি গ্রামে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার মধ্য-কাশিপুর এলাকার সৈয়দ আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৪০) মধ্য-কাশিপুর বাজারে নিজের ভাড়া দেওয়া দোকানের ভাড়াটিয়া সুলতানের নিকট ভাড়ার টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়। এসময় সুলতানের সহযোগী আলমগীর, জাহাঙ্গীর, ছোবহান, শাহাদত, শাহাজাহান, রফিকুলের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। পরে স্থানীয়রা রফিকুলকে মারাত্বক আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে তিনি মৃত্যু কোলে ঢলে পড়েন।
অন্যদিকে, শনিবার সকাল এগারোটার দিকে উপজেলার চর-মেখলি গ্রামের সোলজারের ছেলে সাদ্দাম হোসেনের রোপনকৃত ভূট্টা ক্ষেতের উপর দিয়ে একই এলাকার আজের উদ্দিনের ছেলে মো: হাসান জোরপুর্বক ট্রলি চালিয়ে নিয়ে যান। এ সময় সাদ্দাম বাঁধা প্রদান করলে দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়। মারামারি দেখে সাদ্দামের মা সমস্ত ভান (৬০) দ্রুত ঘটনাস্থলে আসলে তাকেও কিলঘুষি মারেন হাসান। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেয়ার পথে দুপুর একটার দিকে তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রানকৃঞ্চ দেবনাথ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। মামলার প্রস্তুতি চলছে।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:২৭ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি