কুড়িগ্রামের ফুলবাড়ীতে দায়সারা ভাবে প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করার অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনকের বিরুদ্ধে। বিগত বছরের প্রদর্শনী অপেক্ষা এ বছরের প্রদর্শনী মানসম্মত না হওয়ায় প্রদর্শনীতে অংশ নেয়া প্রাণির মালিক এবং সংশ্লিষ্টরা ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা গেছে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ফুলবাড়ী কুড়িগ্রামের বাস্তবায়নে গত ২৫ ফেব্রুয়ারী ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর বরাদ্দ ছিল ২ লাখ ৪৯ হাজার টাকা। প্রদর্শনীতে প্রাণি প্রদর্শনের জন্য ৩২ টি স্টল স্থাপন করা হলেও দর্শনীয় প্রাণি ও পাখির সংখ্যা ছিল খবই নগন্য।
তাছাড়া অনুষ্ঠানের সাজসজ্জা, আপ্যায়ণ ও পুরস্কার ছিল নিন্মমানের। কোটেশনের মাধ্যমে সাজসজ্জা ও আপ্যায়নের প্রতিষ্ঠান নিয়োগ করার নিয়ম থাকলেও তা না করে কর্মকর্তার ইচ্ছামত প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। এমনকি প্রদর্শনীর জন্য করা হয়নি কোন মাইকিং বা প্রচার- প্রচারণা।
সাজসজ্জার দায়িত্বে নিয়োজিত ভাই ভাই ডেকোরেটরের মালিক নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার কাছে ৬৯ হাজার টাকার চেক এ স্বাক্ষর নিয়ে টাকা উত্তোলন করে আমাকে মাত্র ৩০ হাজার টাকা দেয়া হয়েছে। বাকি টাকা স্যার রেখে দিয়েছেন।
খাদ্য সরবরাহকারী রাধুনি হোটেলের মালিক আমিনুল ইসলাম নোলা জানান, আমার কাছে মাত্র ৩৬ হাজার টাকার খাদ্য নেয়া হয়েছে। শুনেছি খাওয়া বাবদ ৮০ হাজার টাকা বরাদ্দ ছিল।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রদর্শনীতে অংশ নিয়ে ২য় স্থান অর্জনকারী নুরুজ্জামান ডেইরি ফার্মের মালিক নুরুজ্জামান মিয়া আক্ষেপ করে বলেন, গত গতবছর ২য় স্থান অধিকারকারীকে ৪ হাজার টাকা পুরস্কার দেয়া হয়েছে। এ বছর দেড় হাজার টাকা দেয়া বড়ই বেমানান হয়েছে।
পাখি প্রদর্শনে প্রথম পুরস্কার বিজয়ী রেদোয়ানুল ইসলাম জানান, বিগত বছরের প্রদর্শনীতে প্রথম স্থান অধিকারকারীদের কত টাকা পুরস্কার দেয়া হয়েছে তা জানিনা। এবছর দুই হাজার টাকা পেয়েছি ।
এ প্রসঙ্গে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) আরিফুর রহমান কনক বলেন, নিয়মমাফিক প্রাণিসম্পদ প্রদর্শনী করা হয়েছে, তবে কোটেশন করিনি,পরে করবো। আর যাবতীয় তথ্য ওয়েবসাইটে আছে।
উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস এ প্রসঙ্গে বলেন, আমার জানা মতে সরকারী নিয়ম অনুযায়ী প্রদর্শনী করা হয়েছে। এর বাইরে কারও কোন অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল হাই জানান, এ বিষয়ে জেলা কর্মকর্তা ও সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তার সাথে কথা বলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান