কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ফুলবাড়ী উপজেলা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীবৃন্দ।
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ফুলবাড়ী সদরের জিরো পয়েন্টে আধা ঘন্টাব্যাপী মানববন্ধনে ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম, গংগারহাট এমএএস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নাল আবেদীন, বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন বক্তব্য রাখেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুমের মাধ্যমে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা সচিবের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ২:১৭ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি