কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা সহ দুই মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্দ্রখানা কদমতলা নামক স্থানে সীমান্ত এলাকা থেকে আসা দুই যুবকের দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় ফিটিং করা ৩ কেজি গাঁজা উদ্ধার সহ চোরাকারবারীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পাবনা সদর উপজেলার সরশি সোনাতলা গ্রামের মঞ্জিল হোসেনের ছেলে পলাশ (২৩) ও একই উপজেলার পশ্চিম সাধুপাড়া গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে ইকবাল হোসেন (২৪)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, গাঁজাসহ আটক আসামীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হবে।
আজ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১০:৪৪ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি