কুড়িগ্রামের ফুলবাড়ী উপজলায় গবাদি পশুর ক্ষুরা রোগ ছড়িয়ে পড়েছে। গত ১৫ দিনে এ রোগে আক্রান্ত হয়ে এক গ্রামেই ১২টি গরুর মৃত্যু হয়েছে। ফলে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক গরু খামারী এবং সাধারণ গরু পালনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে ভাইরাস জনিত এ রোগের সঠিক চিকিৎসা দিলে মৃত্যুর সম্ভাবনা নাই বলে প্রানী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন।
জানা গেছে, উপজলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা সহ গোটা উপজেলায় ব্যাপকভাবে গরুর ক্ষুরা রোগ দেখা দিয়েছে। আক্রান্ত গরু গুলোর শরীরে প্রথমে কাপুনি দিয়ে জ্বর আসে। এরপর মুখ দিয়ে ক্রমাগত লালা পড়তে থাকে এবং খাদ্য গ্রহন বন্ধ হয়ে যায়। এভাবে ২/৩ দিনের মধ্যে গরু মৃত্যুর কোলে ঢলে পড়ে। চিকিৎসার পিছনে অনেক টাকা খরচ করলেও আক্রান্ত গরুগুলোকে বাঁচাতে পারেননি মালিকেরা। গত ১৫ দিনের মধ্যে চন্দ্রখানা গ্রামে ১২টি গরুর মৃত্যু হয়েছে । এর মধ্যে চন্দ্রখানা বজরের খামার গ্রামের নাজমা বেগমের ২টি, মোবারাক আলীর ১টি, লিয়াকত আলীর ১টি, টুনকু মিয়ার ১টি, রতন মিয়ার ২টি, আশরাফুল আলমের ১টি, চন্দ্রখানা কুমার পাড়ার লিটন মিয়া ১টি, আব্দুস সামাদের ১টি,বাবলু মিয়ার ১টি গরু মারা গেছে। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় এই রােগ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।
উপজেলার পানিমাছকুটি গ্রামের ফরহাদ হোসেন জানান, ক্ষুরা রোগে আক্রান্ত হয়ে তার পৌনে দুই লাখ টাকা মুল্যের একটি গরু মারা গেছে। বাড়ীর বাকি গরু গুলোর অবস্থাও ভাল নয়।
আটিয়াবাড়ী গ্রামের গরুখামারী জাইদুল হক জানান, ক্ষুরারোগে আক্রান্ত গরুগুলোকে নিয়ে আমি দুশ্চিন্তায় আছি।
গরু মারা যাওয়ায় ক্ষতিগ্রস্ত নাজমা বেগম ও মোবারক আলী জানান, সংবাদ দেয়ার পরও প্রাণি সম্পদ অফিসের কোন লোক চিকিৎসা দেয়ার জন্য আসেনি। স্থানীয় পল্লী পশু চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করে প্রচুর টাকা খরচ হলেও গরু বাঁচেনি।
এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক বলেন, আমরা খোঁজ নিয়েছি চন্দ্রখানা বজরের খামার গ্রামে ক্ষুরা রোগে আক্রান্ত হয়ে ৩/৪টি গরু মারা গেছে। মূলত ওই গ্রামের একজন কষক বাজার থেকে একটি রোগাক্রান্ত গরু কিনে নিয়ে যাওয়ায় এই রোগটি অন্য গরুর মাঝে ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নাই। রোগাক্রান্ত গরুগুলোকে সুস্থ গরু থেকে আলাদা রাখতে হবে। আর অফিসের সাথে যোগাযোগ করলে আমরা চিকিৎসার ব্যবস্থা নিব।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১২:০৯ | সোমবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি