কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের প্রানকেন্দ্রে নির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যেই মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়েছে। তিন তলা বিশিষ্ট এ মডেল মসজিদটি উদ্বোধন হলে একসাথে ৯০০ মুছল্লি নামাজ আদায় করতে পারবে।
জানা গেছে, ইসলামিক ফাউন্ডেশন এর বাস্তবায়নে এবং গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে ১১ কোটি ৩৮ লাখ ৯২ হাজার ১০৬ টাকা ব্যয়ে নির্মাণ হল মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র। সাজিন কন্সট্রাকশন লিঃ এ্যান্ড বাবর এ্যাসোসিয়েটস (জেভি) নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান মসজিদটি নির্মান করেছে।
তিন তলা বিশিষ্ট এ মসজিদটির নিচতলা ১৭ হাজার বর্গফুট, ২য় তলা ৯ হাজার ৮শ বর্গফুট ও ৩য় তলা ৯ হাজার ৮শ বর্গফুট আয়তন বিশিষ্ট। দৃষ্টিনন্দন এ মডেল মসজিদটি ইতিমধ্যেই উপজেলাবাসীর নজর কেড়েছে।
মসজিদটিতে বিশেষ কিছু সুবিধা রয়েছে। সুবিধা গুলো হচ্ছে হজযাত্রীদের প্রশিক্ষণসহ হজ পালনের জন্য ডিজিটাল নিবন্ধনের ব্যবস্থা, নারী ও পুরুষের পৃথক অজুখানা ও নামাজ আদায়ের সুবিধা, প্রতিবন্ধী মুসল্লিদের টয়লেটসহ নামাজের পৃথক ব্যবস্থা, ইসলামিক বই বিক্রয়কেন্দ্র, ইসলামিক লাইব্রেরী, অটিজম কর্নার, ইমাম ট্রেনিং সেন্টার, ইসলামিক গবেষণা ও দ্বীনি দাওয়া কার্যক্রম, কোরআন হেফজখানা, শিশু ও গণশিক্ষা ব্যবস্থা, দেশি-বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা, মরদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা, ইমাম-মুয়াজ্জিনের আবাসনসহ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের ব্যবস্থা। এছাড়াও রয়েছে নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ড রুম। রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর-রশিদ জানান, উপজেলা মডেল মসজিদের নির্মান কাজ শেষ হয়েছে। আমরা ফুলবাড়ীবাসী দৃষ্টিনন্দন এই মডেল মসজিদে নামাজ পড়ার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছি।
মডেল মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান জানান, ফুলবাড়ী উপজেলার মডেল মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়েছে। একজন পেশ ইমাম কাম খতিব, একজন মুয়াজ্জিন ও দুইজন খাদেম নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আশাকরি ফেব্রুয়ারি মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে মসজিদটির উদ্ধোধন হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাস জানান, ইতিমধ্যেই ফুলবাড়ী উপজেলা মডেল মসজিদের নির্মান কাজ শেষ হয়েছে। আশা করছি ফেব্রুয়ারী মাসের শেষের দিকে মাননীয় প্রধানমন্ত্রী ফুলবাড়ী উপজেলা মডেল মসজিদসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার নির্মানধীন মডেল মসজিদ গুলো তৃতীয় ধাপে আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করবেন।
কুড়িগ্রাম গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খন্দকার জানান, ফুলবাড়ী মডেল মসজিদের কাজ শেষ হয়েছে। তৃতীয় ধাপে উদ্বোধনের মাধ্যমে দৃষ্টিনন্দন এ মডেল মসজিদটি মুছল্লিদের নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান