কুড়িগ্রামের ফুলবাড়ীতে নবম শ্রেণির ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে উভয় পক্ষের সংঘর্ষে মেয়ের বাবাসহ ১০জন আহত হয়েছেন। শনিবার (১১ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইটারী বসুনিয়াপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মামলা সুত্রে জানা যায়, কিছুদিন ধরে স্কুল যাওয়া আসার পথে ওই গ্রামের অকিল চন্দ্র সরকারের মেয়ে নবম শ্রেণির ছাত্রীকে একই গ্রামের হাছেন আলীর ছেলে রনি আহম্মেদ (২০) প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। শনিবার বিকালে মেয়েটি প্রাইভেট পড়ার জন্য রনি আহমেদের বাড়ীর সামন দিয়ে যেতে থাকলে রনি তাকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে বাড়ীতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মেয়েটি কৌশলে সেখান থেকে বাড়ীতে এসে বাবা অকিল চন্দ্রকে সমস্ত ঘটনা জানায়। ঘটনা শুনে মেয়েটির বাবা অকিল চন্দ্র সরকার ও ভাই শুভশীষ সরকার রনি আহম্মেদের বাড়ীর সামনে গিয়ে মেয়েটিকে উত্যক্তের প্রতিবাদ জানায়। এ নিয়ে বাক-বিতন্ডতার এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় আধা ঘন্টা ব্যাপি সংঘর্ষে অকিল চন্দ্র সরকার (৪৬), মুকুল চন্দ্র সরকার (৩৯), সুভাশীষ চন্দ্র সরকার (২৫), সুনীল চন্দ্র সরকার (৫১) ও সতীর্থ কর্মকার (২৫) রনি আহমেদ (২০), হাছেন আলী (৪৮), শমসের আলী (৫২), হুমায়ুন আহমেদ (২৩) ও জনি আলম (২০) আহত হন।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং স্থানীয়দের সহায়তা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে আহতরা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ।
ওই ছাত্রীর বাবা অকিল চন্দ্র সরকার বলেন, আমার মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রনি ও তার লোকজন আমাদের ওপর হামলা চালিয়েছে। শনিবার রাতেই আমি থানায় মামলা করেছি। এখন পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
এ প্রসঙ্গে রনি আহম্মেদ ওই ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগ অস্বীকার করে বলেন, মেয়েটি আমার ছোট বোনের বান্ধবী। তাই ছোট বোন হিসেবে ২১ ফেব্রুয়ারীর দিন তাকে ফুল উপহার দিয়েছি। কিন্তু তার পরিবারের লোকজন কোন কিছু যাছাইবাচাই না করেই আমার ওপর হামলা চালিয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার (ওসি) ফজলুর রহমান জানান, এ ব্যাপারে শনিবার মেয়ের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পেনালকোডে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা নং -১৪ তারিখ ১১/০৩/২৩ইং।
ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান