কুড়িগ্রামের ফুলবাড়ীতে অষ্টম শ্রেণীর এক মাদ্রাসা শিক্ষার্থীকে অপহরণের একমাস পর ঢাকার কেরানীগঞ্জ থেকে পুলিশ ভিকটিমকে উদ্ধার করে দুই অপহরণকারীকে আটক করেছে। সোমবার বিকালে আটককৃতদের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও অপহৃতার পরিবার সুত্র জানায়, উপজেলার খোচাবাড়ী এলাকার আব্দুস ছালামের ছেলে মজিবর রহমান লেবু (২৩) খোচাবাড়ী মোস্তাকিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ও ওই এলাকার মকবুল হোসেনের মেয়ে মোসলেমা খাতুন (১৪) কে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে অপহরণ করে গা ঢাকা দেয়।
এ ঘটনায় অপহৃতার পরিবার বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে ফুলবাড়ী থানায় এক মাস আগে সাধারণ ডায়েরী করেন। এর মধ্যে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অপহৃতা সহ অপহরণকারীরা অবস্থান করছেন এমন সংবাদ পেয়ে বিষয়টি গত বৃহস্পতিবার ফুলবাড়ী থানাকে অবগত করেন। পরে ফুলবাড়ী থানার পুলিশ কেরানীগঞ্জ মডেল থানায় বিষয়টি অবগত করেন। এক পর্যায়ে রবিবার রাতে ওই থানার পুলিশসহ অভিযান চালিয়ে অপহরণকারী মজিবর রহমান লেবু ও তার বাবা আব্দুস ছালামকে গ্রেফতার করে ভিকটিমকে উদ্ধার করা হয়। পরে সোমবার সকালে অপহৃতা সহ অপহরণকারীদের ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।
অপহৃতার পিতা মকবুল হোসেন জানান, মেয়েকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। খোজ নিয়ে দেখি ঢাকা কেরানীগঞ্জ এলাকা বসবাস করছেন। পরে পুলিশের সহযোগিতায় মেয়েকে উদ্ধার করে ৪ জনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান ভিকটিমকে উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মেয়ের বাবা বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মেয়ের ডাক্তারী পরীক্ষার জন্য আদালতে পাঠানো হয়েছে। আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আজ ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | শীতকাল | ২৪শে রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:৪২ | শুক্রবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি