এবার ফিলিস্তিনিদের মধ্য রাফা এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। পুরো রাফাতে ব্যাপক আকারে সামরিক অভিযানের লক্ষ্যেই শনিবার এই নির্দেশ দিয়েছে তারা। ইসরায়েলের একজন সামরিক মুখপাত্র উত্তর গাজার জাবালিয়া এলাকার বাসিন্দা, বাস্তুচ্যুত লোকদের রাফার আশেপাশের ১১টি এলাকার বাসিন্দাদের অবিলম্বে গাজা শহরের পশ্চিমে আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার মতে, মধ্য গাজার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় শুক্রবার রাতে ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মিসরের রাফা সীমান্ত ক্রসিং দখল করে নিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গত সপ্তাহে পূর্বাঞ্চলীয় এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশের পর এটি পরিকল্পিত অভিযান ছিল।
ওই অঞ্চলের ত্রাণ সহায়তা কর্মী বলছে, ইতোমধ্যে প্রায় দেড় লক্ষাধিক ফিলিস্তিনি এই এলাকা ছেড়ে পালিয়েছেন। উত্তর-পশ্চিমাঞ্চলের উপকূলে আইডিএফ-র তৈরি ‘সম্প্রসারিত মানবিক অঞ্চলে’ গিয়েছেন তারা। এ জায়গার অবস্থা আরো ভয়াবহ।
মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ও শঙ্কা প্রকাশ করা সত্ত্বেও ইসরায়েল জানিয়েছে, তারা রাফাতে পূর্ণ মাত্রায় অভিযান চালাবে। যুক্তরাষ্ট্র অস্ত্র না দিলে বা পাশে না থাকলে তারা নিজেরাই এই অভিযান চালাবে। হামাসকে সম্পূর্ণভাবে পরাজিত না করা পর্যন্ত তারা থামবে না।
আজ ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৯:৩৩ | রবিবার
ডিবিএন/এসই/ এমআরবি