ফিলিস্তিনিদের অধিকার আদায়ে পাশে থাকবে সৌদি আরব। চলমান ইসরায়েলি তাণ্ডবের মধ্যেই এমন প্রতিশ্রুতি দিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। খবর রয়টার্সের।
সোমবার (৯ অক্টোবর) চলমান সংকট ইস্যুতে সৌদি যুবরাজকে ফোন করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। এসময় মোহাম্মদ বিন সালমান জানান, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার আদায় এবং মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠায় পাশে থাকবে রিয়াদ। পাশাপাশি মধ্যপ্রাচ্য সংকট বন্ধে সৌদি আরব কাজ করবে বলেও জানান তিনি।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আরও বলেন, ‘যথোপযোগী জীবন ধারণের ন্যায্য অধিকার অর্জন, আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে সৌদি আরব।’ সৌদি প্রেস এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরব কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। তবে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হচ্ছে সৌদি আরব, এমন জল্পনা-কল্পনার মাঝেই নতুন করে সহিংসতা শুরু হয়।
গত মাসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ফক্স নিউজকে বলেন, ফিলিস্তিন ইস্যুটি সৌদি আরবের জন্য ‘খুব গুরুত্বপূর্ণ’। কারণ, সেখানে মক্কা ও মদিনার পরে ইসলামের পবিত্রতম মসজিদ আল আকসা রয়েছে।
যুবরাজ মোহাম্মদ বলেন, ‘আমাদের সেই অংশটি সমাধান করতে হবে। আমাদেরকে ফিলিস্তিনিদের জীবন সহজ করতে হবে।’
বিশ্লেষকরা বলেন, ইসরায়েল-সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে চলমান সংঘাতে বড় ধাক্কা খেয়েছে।
সৌদি প্রেস এজেন্সি আরও জানায়, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে ফোনে এ সংকট নিয়ে কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সলমান।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম