স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ইসরায়েলের বিপক্ষে লড়াই করছে হামাস। গাজায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইসরায়েলি হামলায় ৩২ হাজার ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে অর্ধেকেরও বেশি নারী ও শিশু। আহত হয়েছেন ৭৪ হাজার ২৯৮ জন। এরই মধ্যে বিশ্বের বহু দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এসব দেশের তালিয়ায় এবার যুক্ত হলো স্পেনসহ ইউরোপের আরো চারটি দেশ। খবর আনাদোলুর।
স্পেন ছাড়া বাকি দেশগুলো হলো- আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টা। গতকাল শুক্রবার এক যৌথ বিবৃতিতে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন এসব দেশের নেতারা।
বিবৃতিতে চার দেশের নেতারা বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা অর্জনের একমাত্র উপায় হলো দ্বিরাষ্ট্রীয় সমাধানের বাস্তবায়ন। এর মাধ্যমে সেখানে ইসরায়েল ও ফিলিস্তিন নামে দুটি রাষ্ট্র পাশাপাশি শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করবে। এ সময় চার দেশের নেতারা স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের প্রস্তুতির বিষয়ে আলোচনা করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। যখন ইতিবাচক অবদান রাখতে পারবেন এবং পরিস্থিতি সঠিক হবে, তখনেই তারা এই স্বীকৃতি দেবেন বলে জানিয়েছেন।
ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠক সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানান স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, আমাদের এই যৌথ বিবৃতিতে কখন স্বীকৃতি দেওয়া হবে সেই বিষয়টা অস্পষ্ট রয়েছে। তবে আমরা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এখন কখন তা দেওয়া হবে সেটা নিয়ে কথা হবে।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৮:১৯ | সোমবার
ডিবিএন/এসই/ এমআরবি