প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
২২ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ, মঙ্গলবার।
জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে স্কুল ফিডিং এর আওতায় ‘মিড ডে’ মিল চালু হয়েছে।
আজ ২২ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ, মঙ্গলবার শিক্ষার্থীদের সাথে দুপুরের খাবার গ্রহণের মাধ্যমে ‘মিড ডে’ মিলের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, মাননীয় উপজেলা নির্বাহী অফিসার জনাব আজগর আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভূঁইয়া, উপজেলা রিসোর্স অফিসার জনাব শাহজাহান ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ আনিসুজ্জামান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কাজী ইয়ার খান, সারোয়ার আলম, গিয়াসউদ্দিন শাহ, জুনাইদ মিয়া, দাতা সদস্য মোঃ সেলিম মিয়া, শিক্ষক / কর্মচারী বৃন্দ ও ছাত্র / ছাত্রী বৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুর রহমান শেখের সভাপতিত্বে, সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্কুল পালানো রোধ করতে ও শিক্ষার্থীদের শরীর স্বাস্থ্য সুস্থ রেখে বিদ্যালয়ের পাঠকার্যক্রমে মনোযোগী হতেই সরকারের এই মহতী উদ্যোগ। তিনি এ কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।