প্রদীপ কুমার দেবনাথ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।
৯ সেপ্টেম্বর ২০১৯ খ্রিঃ
আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আজগর আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম । উদ্ভোধনের পর প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, ‘মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সৎ, আদর্শবান ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ করাই এর মূল উদ্দেশ্য। ভবিষ্যতে এই আদর্শ অন্তরে লালন করে যাতে কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে পারো সেই জন্য তোমাদের জন্য সরকার সততা স্টোরের প্রচলন করেছে। কারণ আগামী দিনের দক্ষ ও সুনাগরিক হয়ে দেশের হাল ধরতে হবে তোমাদেরই। এ সময় অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হাবিবুর রহমান শেখ, ম্যানেজিং কমিটির সদস্য কাজী ইয়ার খাঁন, সারোয়ার আলম, জুনাইদ আহমেদ সহ বিদ্যালয়ের শিক্ষক – কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন শ্রেণি কার্যক্রম পরিদর্শন করেন।