আইফোনের ফাইভ-জি সংস্করণ লঞ্চ হবে চলতি বছরে, এমটাই বলছেন অ্যাপল বিশ্লেষকরা। অ্যাপলের চুক্তিভিত্তিক পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফক্সকন জানিয়েছে, করোনাভাইরাস প্রাদুর্ভাবে তাদের কাজ বাধাগ্রস্থ হলেও নির্ধারিত সময়েই ফাইভ-জি আইফোনের উৎপাদন শুরু হবে।
অ্যাপল বিশ্লেষক মিং চি কুয়ো জানিয়েছেন, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেই সাব-গিগাহার্টজ এবং সাব-৬গিগাহার্টজ-প্লাস-এমএমওয়েভযুক্ত ফাইভ-জি আইফোন নিয়ে আসবে অ্যাপল। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান ও কোরিয়ার বাজারে পাওয়া যাবে ‘১২ এমএমওয়েভ’ মডেলগুলো।
করোনাভাইরাসের কারণে ফক্সকন তাদের সব কারখানা এক মাস বন্ধ রেখেছিল। তবে এরইমধ্যে উৎপাদন স্বাভাবিক অবস্থায় এসেছে বলে দাবি প্রতিষ্ঠানটির। ফক্সকনের বিনিয়োগকারী সম্পর্ক বিভাগের প্রধান অ্যালেক্স ইয়াং বলেন, হারিয়ে যাওয়া সময় পুষিয়ে নিতে অ্যাপলের প্রকৌশলীদের সঙ্গে কাজ করছি আমরা।
এদিকে জে.পি. মরগান বিশ্লেষক সামিক চ্যাটার্জি দাবি করেছেন, অ্যাপল ফাইভ-জি সংযুক্তির ৫.৪ ইঞ্চি আকারের একটি, ৬.১ ইঞ্চি আকারের দুটি এবং ৬.৭ ইঞ্চি আকৃতির একটি আইফোন বাজারে আনবে ২০২০ সালে।
এদিকে ফাইভ-জি সংযুক্ততার কারণে আট কোটিরও বেশি আইফোন বিক্রি হবে বলে ধারণ বিশ্লেষকদের।