আন্তর্জাতিক ডেস্কঃ ফাইজার এবং বায়োএনটেকের বিরুদ্ধে ভ্যাকসিন প্রযুক্তি কোভিড-১৯ টিকার প্যাটেন্ট লঙ্ঘনের অভিযোগে আদালতে মামলা দায়ের করছে মর্ডানা। গতকাল শুক্রবার (২৬ আগস্ট) এক বিবৃতিতে মর্ডানার নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল এ তথ্য জানিয়েছেন।
মার্কিন বায়োটেক প্রতিষ্ঠান মডার্নার অভিযোগ, তাদের এমআরএনএ প্রযুক্তি নকল করেছে ফাইজার। করোনা মহামারির আগেই তারা এই প্রযুক্তি উদ্ভাবন করেছিল। আর্থিক ক্ষতিপূরণ চেয়ে যুক্তরাষ্ট্র ও জার্মানিতে মামলা করেছে প্রতিষ্ঠানটি। এদিকে ফাইজার জানিয়েছে, এ অভিযোগের বিরুদ্ধে লড়বে তারা।
স্টিফেন ব্যানসেল বলেন, আমরা কোভিড-১৯ মহামারির আগের দশকে কোটি কোটি ডলার ব্যয় করেছি এমআরএনএ প্রযুক্তি তৈরিতে। আর এই প্রযুক্তি প্ল্যাটফর্মটিকে রক্ষার জন্যই যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ও জার্মানির ডাসেলডর্ফের আদালতে মামলা দায়ের করছি। তিনি আরও বলেন, করোনাভাইরাসের টিকা তৈরিকারী প্রথম প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ফাইজার-বায়োএনটেক ও মডার্না। তবে টিকা তৈরিতে যে এমআরএনএ প্রযুক্তির ব্যবহার হয়েছে তা দশ বছর আগেই উদ্ভাবন করেছে মডার্না। কিন্তু ফাইজার-বায়োএনটেক তাদের প্রযুক্তি অন্যায়ভাবে ব্যবহার করেছে।
এদিকে, প্রতিষ্ঠানটির দাবি করছে ফাইজার ও বায়োএনটেক তাদের মেধাস্বত্বের দুটি উপাদান নকল করেছে। এর মধ্যে রয়েছে, কেমিক্যাল মডিফিকেশন, যা ২০১৫ সালে মানুষের ওপর প্রয়োগ করেছিলেন মডার্নার গবেষকেরা। অপরটি হলো ভ্যাকসিন কীভাবে নির্দিষ্ট ভাইরাসকে লক্ষ্যবস্ত বানায় সেই প্রযুক্তি।
প্রসঙ্গত, মডার্নার মামলার খবর প্রকাশিত হওয়ার পরে পুঁজিবাজারে ফাইজারের শেয়ারের দাম ১.৪ শতাংশ নেমে গেছে। এছাড়া, আগের দিনের চেয়ে প্রায় ২ শতাংশ কমে বায়োএনটেকের শেয়ার লেনদেন হয়।