আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান গতকাল শুক্রবার ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনাভাইরাস (কোভিড-১৯ ) টিকার প্রথম ডোজ নিয়েছেন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছে। খবর-আরব নিউজ।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, জাতীয় টিকাদান কর্মসূচির অংশ হিসেবে টিকা নেন মোহাম্মদ বিন সালমান।
সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ ‘নাগরিক ও বাসিন্দাদের ভ্যাকসিন সরবরাহের জন্য তার আগ্রহ এবং অব্যাহত প্রচেষ্টার জন্য যুবরাজকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, মহামারির শুরু থেকেই আমাদের যে অর্জন তা হচ্ছে, ভিশন ২০৩০-র আওতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে, প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো।
আল-রাবিয়াহ আরো বলেন, জনগণের স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে সতর্ক ব্যবস্থার মাধ্যমে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। গত মঙ্গলবার থেকে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর এ পর্যন্ত পাঁচ লাখের বেশি মানুষ টিকা নেয়ার জন্য নিবন্ধন করেছে।
এদিকে আগামী বছরের শেষ নাগাদ দেশটির ৭০ শতাংশ জনগোষ্ঠীকে টিকা দেয়া সম্ভব হবে বলে গত নভেম্বরে আশাবাদ ব্যক্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
উল্লেখ্য, সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩ লাখ ৬১ হাজার ৯০৩ জন এবং মারা গেছে ৬ হাজার ১৬৮ জন।