তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় পরিবারের সঙ্গে অভিমান করে তানিয়া আক্তার তন্নি (১৫) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (১২ জুন) সন্ধ্যার পরের দিকে উপজেলার টিলাগাঁও ইউপির ডরিতাজপুর গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে ওই কিশোরী আত্মহত্যা করে। তন্নি ওই এলাকার তাহির উদ্দিনের মেয়ে।
জানা গেছে, তন্নির বাবা তাহির উদ্দিন দীর্ঘদিন থেকে প্রবাসে থাকেন। গত তিনদিন আগে তন্নির মা তার বাবার সাথে মোবাইল ফোনে ঝগড়া করে তন্নির নানা বাড়িতে চলে যান। তখন থেকে তন্নি ঐ বিষয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়ে।
রবিবার সন্ধ্যার দিকে তন্নির বড় ভাই নজরুল ইসলাম তাকে বাড়িতে রেখে দোকানে গেলে তন্নি খালি বাড়ি পেয়ে এই সুযোগে ঘরের দরজা লাগিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
দোকান থেকে ফিরে ঘরের দরজা লাগানো দেখে তন্নি’কে তার ভাই ডাকাডাকি করার পরও তন্নির কোনো সাড়াশব্দ না পাওয়ায় তিনি দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখতে পান তন্নি আত্মহত্যা করেছে।
পরে তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান’কে অবহিত করলে চেয়ারম্যান কুলাউড়া পুলিশকে খবর দেন। পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে তন্নির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি সাপেক্ষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রতিবেদক’কে জানান, প্রাথমিকভাবে বিস্তারিত জেনে ধারনা করছি তন্নি তার পরিবারের সঙ্গে অভিমান করেই আত্মহত্যা করেছে।