আন্তর্জাতিক ডেস্কঃ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস নিজ বাড়িতে অস্ত্রধারীদের হামলায় নিহত হওয়ার ঘটনায় জড়িত ৪ সন্দেহভাজনকে গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ বাহিনী। এর আগে, হাইতিতে জরুরি অবস্থা জারি করেন দেশটির অন্তর্বতী প্রধানমন্ত্রী ক্লড জোসেফ।
প্রেসিডেন্টের হত্যাকারীদের বিচারের আওতায় প্রতিশ্রুতি দিয়ে এক বিবৃতিতে তিনি জানান, আমি সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি । খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে আমি এবং সব মন্ত্রী কাজ করে যাচ্ছি এবং আমরা আপনাদের আশ্বাস দিতে চাই যে, হত্যাকারীরা বিচারের আওতায় আসবে।
উল্লেখ্য, একদল ব্যক্তি হঠাৎই তার বাড়িতে চড়াও হয়। তারা স্প্যানিশ ভাষায় কথা বলছিল বলে জানা গেছে। এ হামলায় গুরুতর আহত হন রাষ্ট্রপ্রধান এবং তার মৃত্যু হয়। এছাড়া গুরুতর জখম অবস্থায় তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনাকে ‘জঘন্য, অমানবিক ও বর্বর আচরণ’ বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী ক্লড জোসেফ।