নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির পর প্রার্থীতা ফিরে পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এর আগে, ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ২টা ৪৩ মিনিটে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা মাহির মনোনয়নপত্রের বৈধতা বলে রায় দিয়েছেন। আর এতে আসন্ন এ নির্বাচনে প্রার্থী হতে আর কোনো বাধা রইলো না এ নায়িকার।
এদিন দুপুর ১টা ৫৫ মিনিটে নির্বাচন ভবনে আসেন মাহি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বামী রাকিব সরকার এবং আইনজীবী। শুনানিতে অংশ নেয়া শেষে মাহি বলেন, আমি বরাবরই যোদ্ধা, যুদ্ধ করেই জিতব আমি।
এছাড়া মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাওয়ার পর সোশ্যাল মিডিয়া ফেসবুকে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন মাহি। দুপুর ৩টার দিকে তিনবার ‘আলহামদুলিল্লাহ্’ লিখে একটি স্ট্যাটাস দেন তিনি।
মাহিয়া মাহি রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি এ আসনে স্বতন্ত্র প্রার্থী হন।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম