নারায়নগন্জ প্রতিনিধি ( মোঃ শফিকুল ইসলাম ) রহিমা বেগম ওরফে জোছনা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে ছিলো।র্যাব জানতে পেরেছে পাঁচ বছর আগে জোছনা দেশে এসে মধ্যপ্রাচ্যের অনেক জায়গায় গৃহপরিচারিকার কাজের কথা বলে নারী পাচার শুরু করে।এ কাজের সূত্রে পার্সপোর্ট তৈরির দালালির কাজও করত।আর সেই নারী পাচার কাজে স্হানীয় কয়েকজন লোক ও ঢাকার কয়েকটি এজেন্সি এর সাথে সম্পৃক্ত ছিলো।
সোমবার রাত ২ টায় বন্দরের দক্ষিন কলাবাগ হতে মানব পাচারের অভিযোগে র্যাব ১১ তাকে গ্রেফতার করে।এ সময় তার বাসায় তল্লাশি চালিয়ে ৫৫ টি বাংলাদেশি পার্সপোর্ট ও ২২ টি জাতীয় পরিচয় পত্র উদ্ধার করা হয়।
জোছনাও তার সহযোগিদের মানব পাচারের অভিযোগে মামলার প্রক্রিয়া চলছে।