ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সদর উপজেলার পিপলিতা গ্রামে প্রবাসী ছালেহ এর স্ত্রী মোসাঃ শরীফা বেগমের কাছে চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে। শরীফা বেগম জানান, স্বামীর জমি জমা নিয়ে বিরোধ থাকার কারনে পিপলিতা বাজারের একটি প্রভাবশালী মহল তার কাছে গিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে। প্রভাবশালী মহলটির মজকদাতা হলেন ঝালকাঠি আইনজীবী সমিতির কথিত সিনিয়র সদস্য। অসহায় শরীফা বেগমের পক্ষে কাউকে দেখলে তাকে মজকদাতা মিথ্যা মামলা দেয়ার হুমকি প্রদান করে। শরীফা বেগম চাপে পড়ে ত্রিশ হাজার টাকা দিতে সক্ষম হয়, বাকি টাকা না দিতে পারায় বিগত ২২/০৬/২০১৯ ইং তারিখে চাঁদাবাজরা বিরোধ থাকা সম্পত্তিতে তোলা ঘর ভেঙে ফেলে দেয় নদীতে। শরীফা বেগম আরো জানান, ত্রিশ হাজার টাকা বাড়িতে এসে নিয়ে যায় এলাকার চাঁদাবাজ মিলন জমাদ্দার। তাই অসহায় শরীফা বেগম চাঁদাবাজদের হাত থেকে বাঁচার জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।