ঘরের মাঠে বাংলাদেশ-ভারত (নারী) সিরিজ নির্ধারণী ম্যাচে ভারত নারী দলের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। যেখানে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্যারিয়ারে সেঞ্চুরি হাকিয়েছেন ফারজানা হক পিংকি।
আজ শনিবার (২২ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন ফারজানা। বাংলাদেশি নারী ক্রিকেটারদের মধ্যে প্রথম ব্যাটার হিসেবে এমন অনন্য কীর্তি দেখিয়ে ইতিহাস গড়লেন তিনি।
ঘরের মাঠে বাংলাদেশ-ভারত (নারী) সিরিজ নির্ধারণী ম্যাচে ভারত নারী দলের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। যেখানে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্যারিয়ারে সেঞ্চুরি হাকিয়েছেন ফারজানা হক পিংকি।আজ শনিবার (২২ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন ফারজানা। বাংলাদেশি নারী ক্রিকেটারদের মধ্যে প্রথম ব্যাটার হিসেবে এমন অনন্য কীর্তি দেখিয়ে ইতিহাস গড়লেন তিনি।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের ৪৮তম ওভারের শেষ বলে শেফালি ভার্মাকে বাউন্ডারি হাকিয়ে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ফারজানা। এরপর স্কোরকার্ডে আরো ৪ রান যোগ করেন তিনি। অবশ্য ইনিংসের শেষ বলে রান আউট হন তিনি। সাজঘরে ফেরার আগে ১৬০ বলে ৭টি বাউন্ডারিতে ১০৭ রানের ইনিংসটি সাজিয়েছেন ফারজানা হক পিংকি।
এর আগে, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এ ম্যাচে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করেছে টাইগ্রেসরা। এতে সিরিজ জিততে ভারতের প্রয়োজন ২২৬ রান।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি