ওয়ানডের পর টেস্টেও ধবলধোলাই হলো বিরাট কোহলির ভারত। ক্রাইস্টচার্চে ব্যাট-বলের অসাধারণ পারফরম্যান্সে নিউজিল্যান্ড পেল এক দারুণ জয়।
আট বছর পর টেস্টে ধবলধোলাই হলো বিরাট কোহলির ভারত। টেস্টে ১১তমবারের মতো এই স্বাদ পেল ভারতীয়রা।
টেস্টে ধবলধোলাই হতে কেমন লাগে, তা প্রায় ভুলতেই বসেছিল ভারত।
ক্রাইস্টচার্চ টেস্টের মীমাংসা মাত্র আড়াই দিনেই হয়ে গেল। ম্যাচের তৃতীয় দিন ৭ উইকেটের বড় জয়ে ওয়ানডের পর টেস্টেও বিরাট কোহলিদের হোয়াইটওয়াশের তেতো স্বাদ দিল নিউজিল্যান্ড। এর ফলে দীর্ঘ প্রায় ৮ বছর পর সাদা পোশাকে ধবলধোলাই হলো ভারত। সর্বশেষ ২০১১-১২ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে ৪ ম্যাচ টেস্ট সিরিজে সবকটিতে হেরেছিল ভারত।
প্রথম ইনিংসে ব্যাটে-বলে দারুণ করায় ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন কাইল জেমিসন।
আর পুরো সিরিজে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে সিরিজ সেরার পুরস্কার ওঠে সাউদির হাতে।