সানজিদা হোসেইনঃ রিয়াদ মাহরেজের জোড়া গোলে ম্যানচেস্টার সিটি প্রথমবারের মত ফাইনালে।
কিলিয়ান এমবাপ্পে একাদশে না থাকা ও নেইমারের একক দক্ষতায় দল জেতানোর চেষ্টায় চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ে পিএসজি।
নেইমারকে নিয়ে স্বপ্ন দেখছিল প্যারিসিয়ানরা কিন্তু নেইমার দল জেতানোর নেশায় সময়মতো পাস দেননি সতীর্থদের। তবে বাকি সতীর্থরাও খুব বেশি ভালো খেলেছে তা বলা যায়না। বরং মনে হয়নি তাঁরা সেমিফাইনাল খেলার যোগ্যতাটাও রাখে কারণ পুরো ম্যাচে গোলে একটি শট নিতে পারেনি পিএসজি। থ্রো-ইন বল নিতে গিয়েছিলেন আনহেল দি মারিয়া। তাঁর বল নেওয়ার পথে অযথা বাধা সৃষ্টি করতে গিয়েছিলেন ফার্নান্দিনিও। তাতেই রেগে যায় দি মারিয়ার প্রথমে ধাক্কা দিলেন, পরে পাও মাড়িয়ে দিলেন। সরাসরি লাল কার্ড! এই লাল কার্ড নিয়ে নিজের ক্ষোভ জানিয়ে আবার হলুদ কার্ড দেখলেন পিএসজির মার্কো ভেরাত্তি।
দি মারিয়া লাল কার্ডের পর জেতার স্বপ্ন পুরো দমেই ভেঙ্গে যায় নেইমারের দল ও সাপোর্টারদের।যতটা বাজে খেলেছে পিএসজি ততটাই দারুণ খেলা দেখিয়ে ম্যানচেস্টার সিটি। পিএসজিকে খুব ভালো করে দেখিয়েছে কৌশল ও সৃষ্টিশীলতা মাধ্যমে কীভাবে ম্যাচ বের করতে হয়। ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে পিএসজিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি। রিয়াদ মাহরেজের করা দুই গোল মিলিয়ে ৪-১ ব্যবধানের জয় নিয়ে ফাইনালে চলে গেলেন পেপ গার্দিওলা।
উল্লেক্ষ, ম্যানচেস্টার সিটির হয়ে এই প্রথম চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলেন গার্দিওলা।