খুলনার পাইকগাছার পৌর সদরে পাইকগাছা বস্ত্রলয়ের তালা ভেঙ্গে চুরি হয়েছে। চোরেরা নগদ টাকা দামী শাড়ী লুঙ্গী সহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। গত শনিবার রাতে ঘটনাটি ঘটেছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা হয়েছে।
দোকান কর্মচারী গৌর দেবনাথ জানান, পাইকগাছা বস্ত্রালয়ের মালিক কাত্তিক দেব নাথ। তিনি গত বুধবার চিকিৎসার জন্য ভারতে গেছেন। তিনি ভারতে যাওয়ার আগে আমার নিকট এক মহাজনের দেয়ার জন্য ৮০ হাজার টাকা রেখে যায় এবং বৃহষ্পতি, শুক্র ও শনিবার দোকানের মালামার বিক্রয়ের টাকা ব্যাংক বন্ধ থাকায় টাকা জমা দিতে পারেনি। বিক্রির টাকা ও মহজনের টাকা দোকানে ছিলো। সবমিলে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে দোকান খোলার সময় দেখি দরজার তালা ভাঙ্গা। এ সময় পুলিকে জানাই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, যে স্থানে চুরি হয়েছে সেখানে রাতে পাহারাদার থাকে। কিন্তুু কেন চুরি হল বুঝা যাচ্ছে না। এ বিষয় নিয়ে আমরা কাজ করছি চোরাই মালামাল সহ চোর আটক হবে বলে আশা করছি।
*** আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১০:২১ | শুক্রবার ***
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি