স্পোর্টস ডেস্কঃ মুমিনুল হক সরে দাঁড়ানোর পর পুনরায় বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকে ফেরাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। আজ বৃহস্পতিবার (২ জুন) বোর্ড সভা শেষে এমনটা জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।
গণমাধ্যমকে তিনি বলেন, ৩ জনের নাম এসেছিল। আমরা অধিনায়কের সঙ্গে একজন সহ-অধিনায়ক রাখব এমন সিদ্ধান্ত আগেই নিয়েছিলাম। তাই আমরা মিটিংয়ে অধিনায়ক হিসেবে সাকিব এবং সহ-অধিনায়ক হিসেবে লিটন দাসকে বেছে নিয়েছি।
৩ বছর পর আবারও টেস্টের নেতৃত্ব ফিরে পেলেন সাকিব। এর আগে দুই মেয়াদে বাংলাদেশ দলকে ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তারকা অলরাউন্ডার, যাতে জয় ৩টি ও হার ১১ ম্যাচে। আগামী ১৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন সংস্করণের সিরিজে অংশ নেবে বাংলাদেশ। আর এই সফরে আগে মাঠে গড়াবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। অ্যান্টিগায় প্রথম টেস্ট শুরু হবে ১৬ জুন। ২৪ জুন দ্বিতীয় টেস্ট শুরু হবে সেন্ট লুসিয়ায়। এই সিরিজ দিয়েই টেস্ট অধিনায়ক হিসেবে নতুন যাত্রা শুরু হবে সাকিবের।
উল্লেখ্য, ২০১৯ সালে ফিক্সিং বিতর্কে জড়িয়ে ১ বছর নিষিদ্ধ হয়েছিলেন তখনকার টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব। পরে তার জায়গায় টেস্টে মুমিনুলকে আর টি-টুয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করা হয়। টেস্টে এতদিন সহ-অধিনায়ক ছিলেন না কেউ।