হজরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল হোসাইনী আল-মাইজভাণ্ডারীর উদ্যোগে এক লাখ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করার কার্যক্রম চলছে। গত ২২ মার্চ থেকে এই কার্যক্রম শুরু হয়। এরমধ্যে গত ২০ এপ্রিল চট্টগ্রামের ফটিকছড়িতে ছয় হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাল, আলু, পেয়াজ, ছোলা, চিনি, লবন, তৈল, পাউডার দুধ, চাপাতাসহ বিভিন্ন সামগ্রী। উল্লেখ্য হযরত সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীর উদ্যোগে এর আগে ২২ মার্চ-২৬ মার্চ পর্যন্ত ২০ হাজার লোকের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক, জীবানু নাশকসহ স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। ২৬ মার্চ-১৪ এপ্রিল পর্যন্ত তাঁর উদ্যোগে দেশব্যাপী সরকারের নির্দেশে ঘরবন্দী থাকা কর্মহীন, অসহায় ৬০ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।দেশব্যাপী কার্যক্রমে হুজুর কেবলার প্রতিনিধিদলে রয়েছেন ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী, আলহাজ গাজী সালাহ উদ্দীন, শাহ মো. ইব্রাহিম মিয়া মাইজভাণ্ডারী, এইচ এম মঞ্জুরুল আনোয়ার চৌধুরী, কাজী শহীদুল্লাহ, মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক আসলাম হোসাইন, মো. সোহাগ শেখ, মো. ইকবাল হোসাইন প্রমুখ। এই কাজে হজরত সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারীকে সহযোগিতা করেন তাঁর প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন হজরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্ট, আঞ্জুুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের স্বেচ্ছাসেবকরা। হজরত সৈয়দ সাইফুদ্দীন আহমদ বলেন, ‘এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।’