নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে নামাতে পারল না ভারত-শ্রীলঙ্কা। রোববার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হওয়ার পরেই প্রবল বৃষ্টি শুরু হয় গুয়াহাটিতে।
টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয়রা। যদিও দুইবার মাঠ ঘুরে দেখলেও বৃষ্টির কারণে ম্যাচ শুরু করতে পারেননি আম্পায়াররা। বৃষ্টি যখন থেমেছে পুরো ম্যাচ খেলা সম্ভব ছিল না। ওভার কমিয়ে খেলা শুরু হতে পারত। তবে এবার বাধা হয়ে দাঁড়ালো পিচ। কাভার সরানোর সময় পানি ঢুকে পড়ে পিচে। সেকারণে আয়রন থেকে শুরু করে হেয়ার ড্রায়ার দিয়ে পিচ শুকানোর চেষ্টা চলে। শেষ পর্যন্ত ভেজা পিচে ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি।শেষ পর্যন্ত মাঠ পরিদর্শন করার পরই সিদ্ধান্ত নেয়া হয় ম্যাচ বাতিলের। একরাশ হতাশা নিয়েই ফিরতে হল দর্শকদের।আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠকর্মীদের পক্ষ থেকে কভার সরানোর সময় কেনো যথেষ্ট সাবধনতা নেয়া হলো না সেই নিয়ে প্রশ্ন উঠছে। এমন অসাবধনতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ঠাট্টা-তামাশা।আগামী মঙ্গলবার ৭ জানুয়ারি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কা টি-টোয়ন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ রয়েছে।