ডিবিএন ডেস্কঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস চলন্ত ট্রেনের পাওয়ার কার বগিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে তবে বন্ধ রয়েছে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল।
আজ শনিবার (১১ জুন ) দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের নিরন্তন প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পিাওয়া যায়নি।
এর আগে, শনিবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভানুগাছ-শমসেরনগর স্টেশনের মাঝামাঝি ধোপাটিলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের একটি বগির নিচে আগুন ধরলে চালক ট্রেনটি থামিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এদিকে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসলেও হঠাৎ আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে।
ট্রেনের এক যাত্রী বলেন, আমি ‘ঙ’ নম্বর বগিতে শ্রীমঙ্গল থেকে সিলেটে যাওয়া জন্য উঠেছি। হঠাৎ শমশেরনগর রেলস্টেশন ক্রস করার পর আমার পেছনের সিট থেকে আগুনের সূত্রপাত হয়।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ ফারুকুল ইসলাম আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনের জেনারেটরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পাওয়ার কার থেকে আগুন লেগে তেলের ট্যাংকি বিস্ফোরণ হয়।
প্রাথমিকভাবে ট্রেনের দায়িত্বরতরা ধারণা করেছেন ট্রেনটির এসির কোন ত্রুটি থেকেই আগুণের সূত্রপাত। তবে রেলের একটি সূত্র জানিয়েছে, ট্রেনটির পাওয়ার কার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।