পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ নদীতে নোঙর করে রাখা রজনীগন্ধা ফেরি বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়ার ঘটনায় ১০ জন উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৪ জন সাঁতরে কূলে আসেন, আর ৬ জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ফেরির চালকের সহকারী নিখোঁজ রয়েছেন।
আজ বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ৫ নম্বর ঘাটের কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ফেরি রজনীগন্ধা বুধবার (১৭ জানুয়ারি) রাত ১টায় দৌলতদিয়া ঘাট প্রান্ত থেকে পাটুরিয়ায় উদ্দেশে রওনা হয়। এরপর ঘন কুয়াশার জন্য পাটুরিয়ার ঘাটের আগে নোঙর করে রাখা হয় ফেরি রজনীগন্ধা। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র গণমাধ্যমকে বলেন, দৌলতদিয়া থেকে ছেড়ে যাওয়া ফেরি রজনীগন্ধা মোট ৯টি ট্রাক নিয়ে সকাল সাড়ে ৮টার দিকে বাল্কহেডের ধাক্কায় পাটুরিয়ায় ডুবে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ৯টি পণ্যবাহী ট্রাক যার মধ্যে ২টি বড় ও ৭টি ছোট ট্রাক নিয়ে দৌলতদিয়া ৭নং ফেরি ঘাট থেকে পাটুরিয়াঘাটের উদ্দেশে রওনা হয় ফেরিটি। পরবর্তী আমরা শুনতে পাই ফেরি রজনীগন্ধা ডুবে গেছে।
আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৯:০৮ | শনিবার
ডিবিএন/এসই/ এমআরবি