খুলনার পাইকগাছায় ৭ বস্তায় ২১০ কেজি ভিজিবি’র চাউল ইউনিয়ন পরিষদের গুদাম থেকে পাচার কালে জনগণ জব্দ করেছে। উপজেলা নির্বাহী অফিসারে নির্দেশে পুলিশ জব্দকৃত ভ্যানসহ চাউল ও ভ্যান চালককে আটক থানায় রেখেছে। চেয়ারম্যান-মেম্বার অস্বীকার করেছে।
উপজেলার রাড়ুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ জানান, ভিজিবি’র ৬২০ বস্তা চাউল পরিষদের গুদামে সংরক্ষিত আছে। যা ৩১০ জন ব্যক্তি ২ মাসে ২ বস্তা করে চাউল পাবে। এটা মঙ্গলবার থেকে দেয়া হবে। কোন চাউল পাচারের কথা তিনি অস্বীকার করেন। তবে যে চাউল জনগণ ধরেছে তা জেলে কার্ডের চাউল হতে পারে। জেলেরা কারো কাছে বিক্রি করতে পারে।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইউপি সদস্য সাইফুল জানান, আমি এব্যাপারে কিছুই জানিনা।
স্থানীয় বাসিন্দা আঃ হাকিম গোলদার জানান, আমি নিজেই রোববার সকাল ৬ টায় ভ্যানসহ ৭ বস্তায় ২১০ কেজি চাউল রাড়ুলি আরকেবিকে হরিশ্চন্দ্র ইনিউস্টিটটের পাশে রাস্তার উপর থেকে জব্দ করি। পরে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করি।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, চাউল জব্দ করে থানায় রাখা হয়েছে।তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি