ভারতের সঙ্গে যে কোনো যুদ্ধে পাকিস্তান হেরে যাবে বলে স্বীকার করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তবে পারমাণবিক অস্ত্রের অধিকারী দু’দেশের মধ্যে কোনো যুদ্ধের পরিনাম হবে ভয়াবহ বলে জানিয়েছেন তিনি।
রোববার (১৫ সেপ্টেম্বর) আল-জাজিরাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ‘আমি নিশ্চিত, যখন পারমাণবিক শক্তিধর দু’দেশের মধ্য যুদ্ধ শুরু হয়, তখন সেটা অবশ্যই পারমাণবিক যুদ্ধের দিকে গড়াবে। সৃষ্টিকর্তা না করুক, যদি এমন কোনো যুদ্ধ হয়, আর আমরা হেরে যায় তাহলে আমরা শেষ পর্যন্ত লড়াই করব।’
তিনি আরও বলেন, ‘যদি পাকিস্তানের সামনে আত্মসমর্পণ করতে হবে বা স্বাধীনতার জন্য আমৃত্যু লড়াই করতে হবে এমন পরিস্থিতি তৈরি হয়, তাহলে পাকিস্তান দ্বিতীয়টি বেছে নেবে। নিজের স্বাধীনতার জন্য আমৃত্যু লড়াই করত পাকিস্তান। আর যখন কোনো পারমাণবিক শক্তিধর দেশ মৃত্যুর আগ পর্যন্ত লড়াইয়ের পণ করে, তখন সেটার পরিণতি হয় ভয়াবহ।’
গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা দেয়ার ধারা ৩৭০ বাতিল করে ভারত সরকার। এতে জম্মু-কাশ্মীরকে দ্বিখণ্ডিত হয় পড়ে। জম্মু-কাশ্মীরকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করেছে ভারত। ভারত সরকারের এ সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে আসছে পাকিস্তান। এ নিয়ে ইসলামাবাদ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে অভিযোগ জানাচ্ছে। ভরতের সঙ্গে ইতোমধ্যে বেশ কয়েকটি ক্ষেত্রে পাকিস্তানের সম্পর্কের অবনতি ঘটেছে।