ক্রিকেট বিশ্বের অন্যতম দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। গোটা বিশ্বের কোটি কোটি ভক্ত-সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত এই দুই দলের খেলা দেখতে মুখিয়ে থাকেন।
কিন্তু এক দশক হতে চলেছে এই দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয় না। অবশেষে হয়ত সেই অপেক্ষার অবসান হতে চলেছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আগামী এক বছরের জন্য তাদের সফরসূচি প্রকাশ করেছে। সেই তালিকায় দক্ষিণ আফ্রিকায় নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও নারীদের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশগ্রহণের পাশাপাশি পাকিস্তানের মাটিতে এশিয়া কাপের ১৬তম আসরে অংশগ্রহণের বিষয়টিও উল্লেখ করেছে।
তবে বিরাট কোহলি-রোহিত শর্মাদের পাকিস্তান সফরের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে ভারতের কেন্দ্রীয় সরকারের অনাপত্তিপত্রের ওপর। কারণ আগামী ২০২৪ সালে সাধারণ নির্বাচনের এক বছর আগে দলকে পাকিস্তানে পাঠালে যে রাজনৈতিক প্রতিক্রিয়াও আসতে পারে সেটাও ভাবাচ্ছে দেশটির সরকারকে।
প্রসঙ্গত, ২০১৩ সালে ভারতের মাটিতে সবশেষ ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছিল বিসিবিআই। আর পাকিস্তানে ভারত সবশেষ সিরিজ খেলতে গিয়েছিল সেই ২০০৮ সালে।
এরপর দুদেশের রাজনৈতিক দ্বন্দ্বে পাকিস্তান ক্রিকেট কাউন্সিল (পিসিবি) ও বিসিসিআই আর কোনো দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন করতে পারেনি। তবে বৈশ্বিক ক্রিকেটের স্বার্থে দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে ভারত এটা মোটামুটি নিশ্চিত।