পাকিস্তানের ছাড়া পানিতে বন্যা হচ্ছে ভারতে। দিনদিন পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এ অবস্থায় পাকিস্তান ট্যানারির বিষাক্ত বর্জ্যমিশ্রিত পানি ছাড়ছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
ইন্ডিয়া টাইমসের বরাত দিয়ে কলকাতা২৪ এর খবরে বলা হয়েছে, পাকিস্তানের ছাড়া পানিতে পাঞ্জাব বরাবর ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোতে বন্যা হচ্ছে। সেই পানিতে এবার ট্যানারির বর্জ্যের বিষ মিশে যাওয়ায় ভয়াবহ রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।
সোমবার (২৬ আগস্ট) প্রকাশিত খবরে বলা হয়েছে, পাঞ্জাব সীমান্ত এলাকায় পাকিস্তানের বেশ কয়েকটি চামড়ার কারখানা (ট্যানারি) রয়েছে। বন্যার ফলে সেখানে পানি বৃদ্ধি পেয়েছে। সেই পানিতে ট্যানারির বিষ মিশে নেমে আসছে ভারতের দিকে।
পরিস্থিতি খারাপ বুঝতে পেরে দ্রুত বৈঠক ডেকেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং৷
রোববার স্থানীয় প্রশাসন জানিয়েছে, পাকিস্তান পানি ছাড়া বন্ধ না করলে পরিস্থিতি আরও খারাপ হবে। ইতিমধ্যেই দুর্গতদের উদ্ধারে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরকে নামানো হয়েছে ৷ নামানো হয়েছে সেনাবাহিনীও।