চলতি বিশ্বকাপের শুরুটা একদমই ভালো হয়নি পাকিস্তানের। পরপর দুই ম্যাচে হেরে যায় বাবর আজমের দল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে চার উইকেটে, পরের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল জিম্বাবুয়ের বিপক্ষে এক রানে পরাজয়। মনে হচ্ছিল, বিশ্বকাপ থেকে বুঝি ছিটকে যাচ্ছে পাকিস্তান!
তবে খাদের কিনারা থেকেই উঠে এসেছে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘আনপ্রেডিক্টেবল’ তকমা পাওয়া পাকিস্তান। দুর্দান্ত কামব্যাকে ফাইনালে বাবর আজমের দল। দলের এমন কামব্যাকে প্রশংসায় পঞ্চমুখ পাক অধিনায়ক বাবর।
যদিও পাকিস্তানের এই সাফল্যের গল্প নতুন নয়। পাকিস্তানের ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপের গল্পও এমনই। সেবারও সাদামাটা দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছিল পাকিস্তান। পরের গল্পটা সবারই জানা।
মেলবোর্নের সেই পুরনো ইতিহাস রচিত করতে পাকদের সামনে রয়েছে আরও এক ধাপ। চলতি বিশ্বকাপ ফাইনালের ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে আরও মিল আছে। এবারও প্রতিপক্ষ ৩০ বছর আগের সেই ইংল্যান্ড। ফাইনাল ভেন্যুও একই। শেষ পর্যন্ত বাবর আজম, পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খানের মতো মেলবোর্নে শিরোপা উঁচিয়ে ধরতে পারবেন কি না, সেটাই এখন দেখবার বিষয়।
আর তাই বাবরকে এক ধাপ এগিয়ে রাখছেন সাবেক ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার। তার মতে, চলতি বিশ্বকাপে পাকিস্তান শিরোপা জিতলে ২০৪৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন বাবর।
স্টার স্পোর্টসে ভারত-ইংল্যান্ড ম্যাচের আগ মুহূর্তে মজার ছলে এমনটাই বলেছেন সাবেক ভারতীয় এই কিংবদন্তি ক্রিকেটার। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস ও জিনিউজ ডট ইন্ডিয়া।
সুনীল গাভাস্কার বলেছেন, পাকিস্তান যদি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, তাহলে ২০৪৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন বাবর আজম।
স্টার স্পোর্টসে ভারত-ইংল্যান্ড ম্যাচের আগ মুহূর্তের সেই ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।