পাকিস্তানের পাঞ্জাবে খুশাবের কাছে ব্রেক ফেল করে একটি ট্রাক খাদে পড়ে ৯ শিশুসহ একই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও নয়জন।
শনিবার (১৮ মে) এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ডন।
দ্য ডন জানায়, ২৩ জন যাত্রী নিয়ে ট্রাকটি খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলা থেকে খুশাবের দিকে যাচ্ছিল। খুশাব শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সুন ভ্যালির শহরতলী দরবার পাঞ্জ পীর মানাওয়ান সড়কের কাছে এসে ট্রাকটি উল্টে যায়।
ডিসট্রিক্ট রেসকিউ অফিসার হাফিজ আব্দুল রাশেদ জানান, ব্রেক ফেল হয়ে যাওয়ায় ট্রাকটি চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। যার ফলে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, “সকাল ১১টা ২২ মিনিটে খুশাবের রেসকিউ কন্ট্রোল রুম একটি জরুরি ফোন পায়। তারপর উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়েছে।”
উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য তহসিল সদর দপ্তর (টিএইচকিউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পাঞ্জাবের প্রধানমন্ত্রী মরিয়ম নওয়াজ শরীফ এ দুর্ঘটনায় ভুক্তভোগীদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
চলতি বছরের মার্চ মাসে একই ধরনের ঘটনায়, খাইবার পাখতুনখোয়ার বুনেরে গাড়ি গভীর খাদে পড়ে নারী ও শিশুসহ এক পরিবারের আট সদস্য নিহত হয়েছিল।
ডিবিএন/ডিআর/তাসফিয়া করিম