ল্যান্স নায়েক কারনেইল সিং নামে এক ভারতীয় সেনা জওয়ান জম্মু-কাশ্মীর সীমান্তের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ধেয়ে আসা পাকিস্তানি বাহিনীর এলোপাথাড়ি গুলিবর্ষণে নিহত হয়েছেন। ওই ঘটনায় বীরেন্দ্র সিং নামে এক রাইফেলম্যান গুরুতর আহত হওয়ায় তাঁকে রাজৌরির সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বীরেন্দ্র সিংয়ের ডান চোখে আঘাত লেগেছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) এক প্রতিরক্ষা মুখপাত্র বলেন, গতকাল (বুধবার) রাতে পাকিস্তানি সেনারা বিনা প্ররোচনায় ছোট অস্ত্রের সাহায্যে গুলিবর্ষণের পাশাপাশি মর্টার শেল নিক্ষেপ করে। ভারতীয় সেনাবাহিনী ওই ঘটনার পাল্টা যথাযথ জবাব দিয়েছে। এ সময়ে গুলিতে কারনেইল সিং নামে এক সেনা জওয়ান নিহত হয়েছেন।
গণমাধ্যমের একটি সূত্রে প্রকাশ, গত পাঁচদিন ধরে পাকিস্তানি সেনারা পুঞ্চের জনপদগুলোকে টার্গেট করে চলেছে। গত (মঙ্গলবার) মর্টার শেলিংয়ের কারণে বেশ কয়েকটি পশু আহত হয়েছে। সেপ্টেম্বর মাসে পাকিস্তান সেনাবাহিনী ৪৭ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
গত ৫ সেপ্টেম্বর রাজৌরি জেলার সুন্দরবানি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারী গুলিবর্ষণ ও মর্টার শেল ব্যবহার করে পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করলে সেনাবাহিনীর এক সদস্য নিহত হন এবং একজন কর্মকর্তাসহ দু’জন আহত হন।
একইভাবে গত ২ সেপ্টেম্বর, রাজৌরির কেরি সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণে সেনাবাহিনীর এক জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) নিহত হয়েছিলেন।