বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রাখলো পাকিস্তান। নিউজিল্যান্ডকে হারালো ৬ উইকেটে। এ জয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশকে ছুঁয়ে ফেললো পাকিস্তান। সঙ্গে সেমিফাইনালের দৌড়ে শক্ত অবস্থানে চলে আসলো। ৭ ম্যাচে বাংলাদেশ এবং পাকিস্তানের পয়েন্ট সমান ৭। টেবিলের চার নম্বর দল ইংল্যান্ডের পয়েন্ট ৮। বাংলাদেশ নিজেদের পরের দুই ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তানের। বাংলাদেশের সঙ্গে ম্যাচের পর পাকিস্তান তাদের শেষ ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। আর নিজেদের বাকি দুই ম্যাচে ইংল্যান্ড খেলবে ভারত এবং নিউজিল্যান্ডের বিপক্ষে।
দুজনের ১২৬ রানের জুটি পাকিস্তানকে এনে দেয় ৬ উইকেটের জয়। হারিস সোহেল ৬৮ রানে ফিরলেও সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন বাবর।
বার্মিংহামের এজবাস্টনে এর আগে পাকিস্তানের সামনে সহজ লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৭ রান তুলে তারা।
ম্যাচের ২৭তম ওভারে শাবাদ খানের বলে কটবিহাইন্ড হয়ে ফিরে যান নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। দরের স্কোরে তখন ৮৫ রানে ৫ উইকেট। গাপটিল, মানরো, টেইলর, লাথামের পর উইলিয়ামসনের বিদায়ে পাকিস্তান শিবিরে ব্যাপক উচ্ছ্বাস। গ্যালারিতে মুহূর্মুহু গর্জন। স্কোরকার্ড বলছিল, দেড়শ রান করাও মুশকিল নিউজিল্যান্ডের জন্য। কিন্তু, সেই ধারণা আর শেষ পর্যন্ত খাটতে দিলেন না জেমস নিশাম এবং কলিন ডি গ্রান্ডহোম। এ দুজনের জুটিতে ইনিংস শেষে রান যা দাঁড়ালো তা বোলারদের জন্য একেবারে কম পুঁজি বলা যাবে না।
শুরুতেই তোপ দাগেন মোহাম্মদ আমির-শাদাব খানরা। ম্যাচের দ্বিতীয় এবং নিজের প্রথম ওভারের প্রথম বলেই মার্টিন গাপটিলকে ফেরান আমির। এরপর তাণ্ডব শুরু করেন শাহীন আফ্রিদি। প্রথম পাওয়ার প্লেতে কোনো জুটিই গড়েতে দেননি তিনি। কলিন মানরো, রস টেইলর এবং টম লাথামকে আসা যাওয়ার মধ্যেই রাখেন। বিপর্যের মধ্যে একপাশ আগলে লড়ছিলেন কেন উইলিয়ামসন। কিন্তু তার বিদায় মড়ার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দেয় নিউজিল্যান্ডের জন্য। ৪১ রানে শাদাব খানের বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন তিনি।
স্কোর:
নিউজিল্যান্ড ২৩৭/৬ (৫০)
গাপটিল ৫ (৪)
মানরো ১২ (১৭)
উইলিয়ামসন ৪১ (৬৯)
টেইলর ৩ (৮)
লাথাম ১ (১৪)
জেমস নিশাম ৯৭* (১১২)
গ্রান্ডহোম ৬৪ (৭১)
স্যাটনার ৫* (৫)
বোলার:
মোহাম্মদ হাফিজ ৭-০-২২-০
মোহাম্মদ আমির ১০-০-৬৭-১
শাহীন আফ্রিদি ১০-৩-২৮-৩
ইমাদ ওয়াসিম ৩-০-১৭-০
শাদাব খান ১০-০-৪৩-১
ওয়াহাব রিয়াজ ১০-০-৫৫-১
টার্গেট ২৩৮।
পাকিস্তান ২৪১/৪ (৪৯.১)
ইমাম-উল হক ১৯ (২৯)
ফখর জামান ৯ (১০)
বাবর আজম ১০১* (১২৭)
মোহাম্মদ হাফিজ ৩২ (৫০)
হারিস সোহেল ৬৮ (৭৬)
সরফরাজ আহমেদ ৫* (৩)
বোলার
ট্রেন্ট বোল্ট ১০-০-৪৮-১
ম্যাট হেনরি ৭-০-২৫-০
লোকি ফার্গুসন ৮.১-০-৫০-১
কলিন ডি গ্রান্ডহোম ২-০-১২-২
মিচেল স্যাটনার ১০-০-৩৮-০
জেমস নিশাম ৩-০-২০-০
কেন উইলিয়ামসন ৮-০-৩৯-১
কলিন মানরো ১-০-৯-০
পাকিস্তান ৬ উইকেটে জয়ী।