খুলনার পাইকগাছায় পাষণ্ড স্বামী ও শ্বশুরের নির্মম প্রহারে গৃহবধূ (২৮) অবশেষে দুদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ ঘটনায় থানায় কোন অভিযোগ না হলেও স্বামী জাকারিয়া সরদার (৩২) কে পুলিশ আটক করেছে। শ্বশুর মোহাম্মদ আলী (৫৫) পলাতক রয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার হরিঢালী ইউনিয়নের পুলিশ ক্যাম্পের পাশে। এর আগে তারা পার্শ্ববতী রহিমপুর গ্রামে বসবাস করতেন। জানাযায় পারিবারিক ভাবে গৃহবধূ প্রায় অত্যাচারিত হয়ে আসছিল বলে এলাকাবাসী জানায়। শনিবার দুপুরের দিকে গরুর খাবার খাওয়াতে দেরি হওয়ায় গহবধুকে স্বামী বকাবকির একপর্যায়ে মারপিট করে ও মাটিতে ফেলে পাড়াতে থাকে। এসময় পাশে বিচুলি গাদা দিচ্ছিল শ্বশুর মোহাম্মদ সরদার। ঐ সময় তিনি বিঁচুলির গাদা থাকা থেকে নেমে এসে ভারী কাঠের চলা দিয়ে বেধড়ক পিটাতে থাকে। যাতে দু- শিশু সন্তানের জননী গৃহবধূ মারাত্মক আহত হয়ে পড়ে। অবস্থা মারাত্মক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সে দুদিন চিকিৎসাধীন থাকা অবস্থা সোমবার গভীর রাতে মারা যান।
গৃহবধূর স্বজনদের সহায়তায় স্বামী জাকারিয়াকে খুলনা থেকে আটক করা হয়েছে বলে থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান।
তিনি আরও বলেন, এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়ার পর সব কিছুই নিশ্চিতভাবে বলা যাবে।
আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ১০:১৩ | সোমবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)