পাইকগাছায় র্যালি, কেক কাঁটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। পত্রিকার ১৮ বছরে পর্দাপন উপলক্ষে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম পাইকগাছা এ কর্মসূচির আয়োজন করে। মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে কেক কাঁটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
যায়যায়দিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি এসএম আলাউদ্দিন সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
“ডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দীন, ওসি (তদন্ত) তুষার কান্তি দাশ, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, প্রেসক্লাবের সভাপতি এফএমএ রাজ্জাক, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, এসআই মোশাররফ হাসান, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারন সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ন সম্পাদক এন ইসলাম সাগর, সাবেক সভাপতি জিএম মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর গাজী আব্দুস সালাম, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আলাউদ্দীন রাজা, বিভাসেন্দু সরকার, আমিনুল ইসলাম বজলু, প্রমথ রঞ্জন সানা, আবুল হাশেম, পূর্ণ চন্দ্র মন্ডল, অমল মন্ডল, বদিয়ার রহমান, রাবিব মাহমুদ চঞ্চল, ফসিয়ার রহমান, কামরুজ্জামান, আব্দুল মান্নান, শাহরিয়ার কবির, শাহজামান বাদশা, খোরশেদ আলম, নাজমা কামাল ও মিনারুল ইসলাম।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি