খুলনার পাইকগাছায় উপজেলা মডেল রিসোর্স সেন্টারে “দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজারমো. বিলাল হোসাইন।
উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও ইসলামিক ফাউন্ডেশন এমসি শেখ শওকত হোসেন এর উপস্থাপনায় দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনারে আলোচক ছিলেন, মাওলানা সোহরাব হোসেন ও আমিনুল ইসলাম।
এসময় মাও. আশরাফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা অজিয়ার রহমান, মুফতি বজলুর রহমান, মাও. মো. ইব্রাহীম খলিল, আ. মালেক, মো. মনিরুল ইসলাম, মো. মুজিবুর রহমান, হারুন অর রশীদ, আহম্মেদ আলী, হাফেজ মাও. আ. রাকিব, মাও. মো. মুরাদ হোসেন, মো. রবিউল ইসলাম, গোলাম রব্বানী, মো. জিয়াউর রহমান, আবু হাসান, তৈয়বুর রহমান সহ বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও আলেম- ওলামা গণ উপস্থিত ছিলেন।
আজ ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ৮:২৬ | বুধবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি