খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে জমি জবর দখল ও হুমকির প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় অনুষ্ঠিত জমি জবর দখল ও হুমকির প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার গোপালপুর গ্রামের অমল দামের ছেলে প্রনব দাশ।
লিখিত বক্তব্যে তিনি জানান, রবিবার আমাদের প্রতিপক্ষ নির্মল সরকারের স্ত্রী বিজলী রানী মিথ্য তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি মহামান্য হাইকোর্টের ১০৩৪/২২ নম্বার মামলায় নিন্ম আদালতের রায় ও ডিগ্রি রদ রহিত হলেও সেটাকে অস্বীকার করে নিজেদের পক্ষে রায় হয়েছে বলে উল্লেখ করেন। প্রকৃতপক্ষে তারা গুন্ডা ও সন্ত্রাসী প্রকৃতির লোক হওয়ায় ত্রাস সৃষ্টি করে আমাদের বাড়ি ঘরসহ জমি দখল করে নিয়েছে।
এবিষয়ে তাদের বিরুদ্ধে থানায় ২৫০/ ২৩ মামলা হযেছে। মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়ন ও প্রতিকার পাওয়ার জন্য সংবাদ সম্মেলনের প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি