খুলনার পাইকগাছায় আবারও চেতনানাশক স্প্রে দিয়ে অজ্ঞান করে গ্রিল,জানালা ও দরজা ভেঙ্গে সবকিছু স্বর্ণালংকার, নগদ টাকাসহ সবকিছু লুপটের ঘটনা ঘটেছে।
অজ্ঞান বিকাশ ঘোষকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার গদাইপুর গ্রামের বিকাশ ঘোষ (৫৩)’র বাড়িতে এ ঘটনা ঘটেছে।
বিকাশ ঘোষ পাইকগাছা পৌরসভায় চাকুরি করেন। শনিবার সকাল ১০ টা পর্যন্ত তার কোন সাড়া না পেয়ে পাশের লোকজন তাকে ডাকাডাকি করে। ঘর থেকে গোংগানির শব্দ বের হয়। লোকজন তাকে উদ্ধার করে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করে। কি পরিমান টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে তা সে অজ্ঞান থাকায় জানা সম্ভব হয়নি। এর তিন দিন আগে তার পাশের ভাইয়ের বাড়িতে চুরি হয়েছে।
এদিকে বুধবার রাতে রাড়ুলিতে আন্তর্জাতিক যাদু শিল্পী এস রহমানের বাড়ীতে একই ভাবে বাড়ীর সকলকে অজ্ঞান করে সর্বোচ্চ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
পাইকগাছা থানা ওসি মো; রফিকুল ইসলাম জানান, চুরির ঘটনায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এ ঘটনায় জড়িতদের আটকে চেষ্টা অব্যহত রয়েছে।
ডিবিএন/এসই/ মোস্তাফিজ বাপ্পি