বৈদেশিক মুদ্রা অর্জনের ২য় খাত চিংড়ী শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং চিংড়ী ও মৎস্য খাত রক্ষায় খুলনার পাইকগাছায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পাইকগাছা চিংড়ী চাষী সমিতির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেয় মৎস্য আড়ৎদারি সমিতি, চিংড়ী বিপন সমিতি, কাঁকড় সমিতি, বস্ত্র, চাউল, কাঁচা বাজার, হোটেলসহ বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকাল ১০ টায় পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় চিংড়ী চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও চিংড়ী চাষী সমিতির প্রধান উপদেষ্টা শেখ কামরুল হাসান টিপু।
মতবিনিময় সভায় পাইকগাছা চিংড়ী চাষী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোর্তাজা জামান আলমগীর রুলু, শেখ আনারুল ইসলাম, নির্মল মজুমদার, আলমগীর হোসেন, মাহবুবুর রহমান, মনোহর চন্দ্র সানা, সন্তোষ কুমার সরদার, আবু সাঈদ কালাই, শওকত মোড়ল, মৎস্যু আড়ং সমিতির সভাপতি জাকির হোসেন, সম্পাদক ওবাইদুর রহমান মিঠু,আসলাম পারভেজ, সাজ্জাত হোসেন, ফারুখ হোসেন, ফজলুর রহমান সুনীল কুমারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
আজ ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩৭ | বৃহস্পতিবার
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান (বাপ্পি)