খুলনার পাইকগাছায় অভিযান চালিয়ে ইয়াবাসহ বিভিন্ন মামলার ২৩ আসামিকে গ্রেফতার করেছে পাইকগাছা থানা পুলিশ। বিভিন্ন ইউনিয়ন থেকে বৃহষ্পতিবার ও শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পাইকগাছা থানার পরিদর্শক (ওসি তদন্ত) তুষার কান্তি দাশ জানান, বৃহষ্পতিবার ও শুক্রবার রাতে অভিযান চালিয়ে মাদক পরোয়ানা ও বিভিন্ন মামলার আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, পৌরসভার দাউদ আলীর ছেলে তরিকুল ইসলাম, শিববাটির মাহাবুব সরদার, সরলের অমিত সরদার, চাদখালী ইউনিয়নের হাড়িয়া ডাঙ্গার মিজান গাজী, চককাওলীর ওমর ফারুক, জাহাঙ্গীর আলম, আব্দুস সামাদ, আনারুল ইসলাম, ইয়াসিন সরদার, একই ইউনিয়নের কালীদাশপুর গ্রামের আব্দুল মালেক সরদার, দেবদুয়ার গ্রামের বিল্লাল হাওলাদার, শরিফা খাতুন, হরিঢলী ইউনিয়নের হারুনর রশিদের ছেলে দিদারুল ইসলাম, কপিলমুনি ইউনিয়নের সুবোল চন্দ্রর ছেলে উজান কুমার রায়, দিপংকর শিকদার, রাড়ুলী ইউনিয়নের ছালাম গাজী, ও তার মা মমতা বেগম, শ্রীকন্ঠপুর গ্রামের আকরাম হোসেন, গদাইপুর ইউনিয়নের অরুনা বিশ্বাস, আবুতালেব, সোলাদানা ইউনিয়নে বেতবুনিয়া গ্রামের ৫০ টি ইয়াবা বড়ি সহ লায়লা বেগম (৫০) ও ৫০ গ্রাম গাঁজা সহ গফফার সরদারকে গ্রেফতার করা হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
*** আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | হেমন্তকাল | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ২:২২ | শুক্রবার ***
ডিবিএন/এসই/ মোস্তাফিজুর রহমান বাপ্পি