মোঃ মোস্তাফিজুর রহমান, স্পোর্টস ডেস্কঃ পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের দেওয়া ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট আর ১০ বল হাতে রেখেই লক্ষ্য টপকে যায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেল প্রোটিয়ারা।
হেনরিখ ক্লাসেনের দুর্দান্ত ৪৬ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংসটিই এই জয় এনে দিয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। ১৪৯ রান তাড়া করতে গিয়ে ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত ওপেনিং স্পেলের জন্য দক্ষিণ আফ্রিকা শুরুতেই তিনটি উইকেট হারিয়েছে। তবে, ক্লাসেন এবং টেম্বা বাভুমা দক্ষিণ আফ্রিকাকে লক্ষ্যে স্থির রাখেন। হ্যানরিক ক্লাসেনকে নিয়ে ৬৪ রানের জুটি বাঁধেন টেম্বা ভাবুমা। দুজনের জুটি ভাঙে যুজবেন্দ্র চাহালের বলে বোল্ড হয়ে বাভুমার ৩৫ (৩০) রানে বিদায়ের মধ্য দিয়ে।
তবে ক্লাসেন একের পর এক বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান দলকে। দলীয় ১৪৪ রানের মাথায় ক্লাসেন ৪৬ বলে সাতটি চার ও পাঁচ ছক্কায় ৮১ রান করে বিদায় নেয়ার পর ডেভিড মিলার ১৫ বলে ২০ রান করে ১০ বল বাকি রেখেই তুলে নেন জয়।
অন্যদিকে, আগে কোটাকের বারাবাতি স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে বেশ বিপাকে পড়ে ভারত। ওপেনার ঋতুরাজ গায়কোয়াডের ১ রানে বিদায়ের পর অবশ্য ৪৫ রানের জুটি বাঁধেন শ্রেয়াস আইয়ার ও ঈশান কিষান। শ্রেয়াস করেন ৩৫ বলে ৪০ রান, কিষানের ব্যাটে আসে ২১ বলে ৩৪ রান। মিডল অর্ডারের ব্যর্থতার পর দীনেশ কার্তিকের ২১ বলে ৩০ রানের ইনিংসে কোনোমতে ৬ উইকেটে ১৪৮ রান তোলে ভারত।