কলকাতার বড়বাজারে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। বহুতল ভবনের সামনের রাস্তায় পড়ে রয়েছে রক্তাক্ত দেড় বছরের একটি শিশু। দোতলার ঝুলতে থাকা তারের জটে সাত বছরের আরেক শিশু তখনো ঝুলছে। আর পাঁচতলা থেকে আরেক শিশুকে ছুড়ে ফেলার চেষ্টা করছেন এক উন্মত্ত বৃদ্ধ।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, রোববার বিকেলে কলকাতার বড়বাজারের নন্দরাম মার্কেটে ঘটে এই মর্মান্তিক ঘটনা। পাঁচতলা থেকে তিন শিশুকে ছুঁড়ে ফেললেন শিবকুমার গুপ্তা নামের এক ব্যক্তি। এমন দৃশ্য দেখে রীতিমতো শিউরে উঠেছিলেন কলকাতার বড়বাজারের নন্দরাম মার্কেট ও আশপাশের এলাকার বাসিন্দারা।
ঘটনার পর পরই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুদের কোলাহলে ‘অতিষ্ঠ’ হয়ে সে শিশুগুলিকে ছুঁড়ে ফেলেছে বলে জানিয়েছে সে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শিবকুমারের ঘরের সামনে খেলা করছিলো শিশুরা। খেলার সময় কয়েকবার ধাক্কা লাগে ওই বৃদ্ধের ঘরের দরজায়। সম্ভবত এতেই বিরক্ত হয়ে ওই শিশুদের ওপর চড়াও হন তিনি।
সঙ্গে সঙ্গে শিশুদের উদ্ধার করে মেডিক্যাল কলেজে নিয়ে যান আত্মীয় ও প্রতিবেশীরা। সেখানে দেড় বছরের শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। আরও ১টি সাত বছরের শিশুকে গুরুতর আহত অবস্থায় ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে। টিনের চালে পড়ায় প্রাণে বেঁচে গিয়েছে সে।
কলকাতার বুকে এই নৃশংসতায় হতবাক প্রতিবেশীরা। তারা জানিয়েছেন, অভিযুক্তের পরিবারের সঙ্গে শিশুগুলির পরিবারের বিবাদ ছিল। কিন্তু সেজন্য ৩ শিশুকে পাঁচতলা থেকে ছুঁড়ে ফেলা সুস্থ মস্তিষ্কের কাজ কি না খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সুত্রঃ হিন্দুস্তান টাইমস।