নারায়নগন্জ প্রতিনিধি ( মোঃ শফিকুল ইসলাম ) পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নারায়নগন্জে নারী উদ্যোক্তাদের আয়োজনে দুই দিন ব্যাপী মেলা শুরু হয়েছে। সকালে শহরের চাষারার বঙ্গবন্ধু রোডে অবস্থিত বাধন কমিউনিটি সেন্টারে মেলার উদ্বোধন করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক সংগঠন পার্পেল কুইনস এ মেলার আয়োজন করেন।
সকাল ১০ হতে রাত ৯ পর্যন্ত ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে এ মেলা।
২৬ টি স্টল নিয়ে আয়োজিত এ মেলায় বিশেষ দিবস দুটি কে সামনে রেখে নতুন নতুন ডিজাইনের আকর্ষণিয় দেশি – বিদেশী পোশাকের সমাহার ঘটে।
এর পাশাপাশি অর্নামেন্টস,জুতা – স্যান্ডেল,কসমেটিকস ও সো পিছ সহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের পন্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। দাম ও সব ক্রেতা দের ক্রয়সীমার মধ্যে।
দোকানিরা জানান ক্রেতাদের কাছ হতে ভালোই সারা পাচ্ছি আমরা। প্রথম দিনেই ভালো বেচাকেনায় সন্তুষ্ট দোকানিরা । আগামীকাল শেষদিন আরো ভালো বেচাকেনা হওয়ার সম্ভাবনা রয়েছে ।
বিশেষ করে অনলাইন ভিত্তিক নারী উদ্বোক্তরা জানান, এ মেলার মাধ্যমে নিজেদের পরিচিতি বাড়াতে পারছেন ।
বিভিন্ন স্তরের ক্রেতাদের সাথে পরিচয় ও যোগাযোগ সৃষ্টি হচ্ছে। তাদের ব্যবসা পরিচালনার জন্য এ মেলা বিরাট সুফল বয়ে আনবে বলে তারা সম্পুর্ণ আশাবাদী । ক্রেতাদের আকৃষ্ট করতে সিংগেল এন্ড কাপল র্যাম্প শো, মডেলিং, ড্যান্স শো,র্যাফেল ড্র,ফ্রি ফটোসেশন, ও মেহেদি উৎসবের মত কিছু বাড়তি উভেন্টের ব্যাবস্হা রাখা হয়েছে। আর নিরাপদ জায়গায় শিশুদের ইচ্ছেমত ঘুরে বেড়ানো সহ ও আনন্দে মেতে উঠার সুযোগ রয়েছে ।